ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হবিগঞ্জে ব্যবসায়ী খুনের ২৬ বছর পর আসামির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
হবিগঞ্জে ব্যবসায়ী খুনের ২৬ বছর পর আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে মো. আব্দুল হাই নামে এক ব্যবসায়ী খুনের ২৬ বছর পর আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
 
আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ রায় দেন।

 
 
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ১ জুন সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে আব্দুল ওয়াহিদের সঙ্গে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল হাইয়ের বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন আব্দুল ওয়াহিদ।
 
এ ব্যাপারে আব্দুল হাইর ছোট ভাই শফি ঘটনার পর দিন ২ জুন পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) গোলাপ রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২০ জনের সাক্ষ্য নেন আদালত। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।
 
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা। তারা দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।  

তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।