খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার আসামি সাইফুল গাজীকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে তাকে মহানগরীর সোনাডাঙ্গা বয়রা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এ হত্যা মামলায় তার যোগাযোগ রয়েছে জেনে তাকে বয়রা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তিনি হত্যাকাণ্ডের সময়ে মোটরসাইকেলের বহরে ছিল। সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের দিন তারা ১৫/২০ জন সদস্য ছিল। হত্যার পর তারা নগরীর শিববাড়ি মোড়ের দিকে চলে যায়। এরপর তারা বিভিন্ন দিকে চলে যায়। গ্রেপ্তার হওয়া সাইফুল গাজী রোহন পলাশের অনুসারী। আগে গ্রেপ্তার হওয়া রমজানের স্বীকারোক্তি মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল হত্যাকাণ্ড সম্পর্কে আদালতে মুখ খুললেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি মনে করেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে অস্ত্রধারীরা গুলি ও কুপিয়ে হত্যা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণবকে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমআরএম/এএটি