ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইসলাম

হজ-ওমরাহ পালনের আগে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
হজ-ওমরাহ পালনের আগে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

ঢাকা: সৌদি আরব সরকারের নতুন নির্দেশনায় হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২০ জানুয়ারি) আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মেনিনজাইটিসের টিকার এ নির্দেশনা কার্যকর হবে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সই করা চিঠিতে জানানো হয়েছে।

দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা মানার জন্য চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

তবে এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।

আর কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকে নতুন করে টিকা দিতে হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।