ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ঢাকা উত্তরে ‘কুরআনের নূর’ অডিশনে ইয়েস কার্ড পেল ২১ হাফেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ঢাকা উত্তরে ‘কুরআনের নূর’ অডিশনে ইয়েস কার্ড পেল ২১ হাফেজ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এর ঢাকা উত্তর জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়ে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছে ২১ ক্ষুদে হাফেজ।

বুধবার (১৩ ডিসেম্বর) দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এই অডিশন অনুষ্ঠিত হয়।

অডিশনে ঢাকা উত্তর জোনের বিভিন্ন জেলা ও থানা থেকে আসা ৮২৬ হাফেজ অংশ নেয়। এদের মধ্যে প্রথম দফায় ৬০ জন হাফেজকে বাছাই করে ইয়েলো কার্ড দেওয়া হয়। এরপর বাছাইকৃত ৬০ জন হাফেজ থেকে দ্বিতীয় দফায় ২১ জন হাফেজকে ইয়েস কার্ড দেওয়া হয়।

এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার পরিবহনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ‘কুরআনের নূর’ এর প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে প্রবেশ করে। সকাল সাড়ে ১০টা থেকে প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় অডিশন।

অডিশনে বিচারক প্যানেলে মূল দায়িত্ব পালন করেন মাওলানা মুফতি এহসানুল হক জিলানী, মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমী।

বিচারক প্যানেলের সদস্যরা হলেন ড. আবদুল জলিল, আবদুল্লাহ আল নোমান, ক্বারী বজলুর রহমান, হাফেজ ক্বারী আবু রায়হান, ক্বারী আরিফ উদ্দিন মারুফ, মুফতি মো. আব্দুল্লাহ, ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত, মুফতি আবুল হাজ্জা জুবায়ের।

এবারের আয়োজন সম্পর্কে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক বলেন, এবার জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের উত্তর-দক্ষিণ দুটি জোনসহ পুরো দেশের মোট ১১ জোন থেকে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ৩০ পারা কুরআনের হাফেজরা অংশ নিচ্ছে। প্রতিটি জোন থেকে মূল্যায়িত সেরা হাফেজরা ইয়েলো কার্ড প্রাপ্তির মাধ্যমে ইয়েস কার্ডের জন্য দ্বিতীয় রাউন্ডে অংশ নেবে। ইয়েস কার্ড পাওয়া হাফেজদের নিয়ে শুরু হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। দেশবরণ্যে ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী এই অডিশন ও পুরো আয়োজনের বিচারকার্য পরিচালনায় আছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে পাঁচ লাখ টাকা ও সম্মাননা।

এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।