ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের আচরণকে ‘নিকৃষ্ট’ বলল পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
পুতিনের আচরণকে ‘নিকৃষ্ট’ বলল পেন্টাগন

ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের।

এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, ইউক্রেনে নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে। পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদেরও হত্যা করা হচ্ছে। হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা অকল্পনীয়।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা আলাপে পারমাণবিক সংঘাতের বিষয়ে রুশ অবস্থানের সমালোচনা করেন তিনি।

কিরবি বলেন, আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, তিনি এখনো পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় রাজি আছেন।

পোলিশ মিডিয়ার সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন কারণ রাশিয়ায় সব সিদ্ধান্ত এক ব্যক্তি নিয়ে থাকেন।

তবে রুশ বাহিনী দখল করা এলাকাগুলোতে যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তাতে যে কোনো আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।