ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের দুই প্রদেশে শিলাবৃষ্টি-ভারী বর্ষণ, নিহত অন্তত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আফগানিস্তানের দুই প্রদেশে শিলাবৃষ্টি-ভারী বর্ষণ, নিহত অন্তত ২৯

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার জানিয়েছেন, ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন মারা গেছেন ও ৬ জন আহত হয়েছেন।

খবর আল জাজিরার

কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এক বিবৃতিতে কান্দাহার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, আকস্মিক বন্যায় চার জন নারী ভেসে গিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র এক জন জীবিত আছেন। এছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী এবং তার তিন শিশু সন্তান নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবিৃতিতে।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।