ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

চার টন কোকেন পাচারে জড়িত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, মে ৩, ২০২০
চার টন কোকেন পাচারে জড়িত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট!

গত সপ্তাহে স্প্যানিশ উপকূলে যে চার টন কোকেন জব্দ করা হয়েছিল, তার পাচারের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জড়িত আছেন বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

শনিবার (০২ মে) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, গত সপ্তাহে স্প্যানিশ, কলম্বিয়ান ও যুক্তরাজ্যের পুলিশ মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একযোগে কাজ করে উত্তর স্পেনের গ্যালিসিয়ার উপকূল থেকে তিনশ মাইল দূরে মাদক বহনকারী একটি জাহাজ আটক করে।

ওই জাহাজের গন্তব্য ছিল বন্দর শহর ভিগো। সেখানে স্পেনের ড্রাগ সরবরাহকারীরা কোকেন সংগ্রহ করার জন্য প্রস্তুত ছিলেন। তারা ইউরোপজুড়ে এ ধরনের ড্রাগ সরবরাহ করেন। ওই জাহাজটি টগোর পতাকা বহন করছিল। আর ছেড়ে এসেছিল ভেনেজুয়েলা থেকে।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মাদক ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল নিকোলাস মাদুরোকে। তখন তাকে গ্রেফতারে সহায়ত করার জন্য ১৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, মে ০২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।