ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর প্লেন বিধ্বস্ত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জেলাটির বেদার এলাকায় এ প্লেন বিধ্বস্ত হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়।

প্রতিবেদনে বলা হয়, দু’জন পাইলটসহ প্লেনে থাকা সাত আরোহীর কারও কোনো ক্ষতি হয়নি।

বিধ্বস্ত হওয়ার আগেই তারা নিরাপদে নেমে যেতে পেরেছিলেন।

আরোহীদের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং। দুর্ঘটনার সময় তিনিও ওই প্লেনে ছিলেন।

প্রাথমিক তদন্তে জানানো হয়, প্লেনটি যান্ত্রিক গোলযোগের কারণেই বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্তের পেছনে আর কোনো কারণ রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।