ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে জবাব, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
ট্রাম্পকে জবাব, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ডের তাসিলিক শহরের একাংশ। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেওয়ার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তা সরাসরি প্রত্যাখান করেছে দ্বীপটির সরকার।

শুক্রবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, দ্বীপটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

এছাড়া দ্বীপটির বাসিন্দারাও ট্রাম্পের এ আকাঙ্ক্ষার বিষয়ে সন্তুষ্ট নয়।  দ্বীপের কুলুসুক এলাকার বাসিন্দা বেন্ট অ্যাবিলসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আমাদেরকে ১৮৬৭ সালেও কিনতে চেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও চেষ্টা করেছিল কেনার। এখনো তারা এ কাজ করে যাচ্ছে’।

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘এটা কখনো ঘটবে না। ’

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের শাসনাধীন এলাকা বাড়ানোর উদ্দেশে সহযোগী ও পরামর্শকদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প।

উত্তর আটলান্টিক ও উত্তর সাগরের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড। বরফাচ্ছাদিত দ্বীপটি ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল। সেখানে থুল নামে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি রয়েছে।

ট্রাম্পের আগে আরেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১৯৪৬ সালে দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।