ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
নেপালে বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি

ঢাকা: নেপালে গত কয়েকদিনের ভারি বর্ষণে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া গত দুইদিনে এসব ঘটনায় অন্তত ৫৪ জনের প্রাণহানি হয়েছে।

সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও বেশকয়েকজন।

এদের মধ্যে নেপালের পায়ুথান জেলাতেই মারা গেছেন অন্তত ২৬ জন।

বুধবার (২৭ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত বসতবাড়ি হারিয়েছেন দেশটির প্রায় হাজার খানেক লোক।

দেশটির পুলিশ জানিয়েছে, বসতবাড়ি হারানো লোকজনের মধ্যে গত বছরের ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত লোকজনের সংখ্যা বেশি। গত বছরের ভূমিকম্পে আক্রান্তদের মধ্যে প্রায় ১০ হাজার লোক এখনো তাঁবু খাটিয়ে বাস করেন।  

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির সাপ্তাকোশি এবং নারায়ানি নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১০ দিনের বৃষ্টিপাতে সাপ্তাকোশি নদীর পানি অন্যান্যবারের তুলনায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

নারায়ানি নদীর ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভারতীয় সিমান্তের কাছাকাছি সবগুলো সুইস গেট খুলে দেওয়া হয়েছে।

এদিকে বন্যায় আক্রান্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকর্মীরা। সেই সঙ্গে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।