ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন ‘নিপারতাক’র আঘাতে চীনে ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
টাইফুন ‘নিপারতাক’র আঘাতে চীনে ৬ জনের প্রাণহানি

ঢাকা: তাইওয়ানের পর চীনে তাণ্ডব চালানো সুপার টাইফুন ‘নিপারতাক’ এর আঘাতে চীনে কমপক্ষে ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৮ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার (০৯ জুলাই) দুপুরে দিকে চীনের উপকূলীয় ফুজিয়ান প্রদেশ অতিক্রম করে ‘নিপারতাক’। এর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। অনেক ঘরবাড়ি ও গাছপালা উপড়ে যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।

ফুজিয়ান ওয়াটার রিসোর্স বিভাগ জানায়, অন্তত সাড়ে চার লাখ মানুষকে পুনর্বাসন করা হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকশ’ ফ্লাইট ও ট্রেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় এটি তাইওয়ান উপকূলে আঘাত হানে। এতে অন্তত ৩ জনের প্রাণহানি হয়। প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা। বন্ধ রাখা হয় প্রায় ৬শ’ ফ্লাইট।

টাইফুনটি চীন উপকূলের পথ ধরলে সর্তকতা হিসেবে চায়না স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন (এসওএ) রেড অ্যালার্ট জারি করে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।