ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্য আকাশে ঝাঁকুনিতে এবার হাসপাতালে ৮ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
মধ্য আকাশে ঝাঁকুনিতে এবার হাসপাতালে ৮ যাত্রী

ঢাকা: পুর্য়েতোরিকো থেকে অরল্যান্ডো যাওয়ার পথে মিড এয়ার টার্বুলেন্সে অর্থাৎ ঝাঁকুনিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন জেটব্লু এয়ারের একটি ফ্লাইটের ৮ যাত্রী। পরে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে অবতরণের পর দ্রুতই ওই ৮ যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, জেটব্লু এয়ারের ১১৩৪ ফ্লাইটটি হঠাৎ মধ্য আকাশে টার্বুলেন্সের শিকার হয়। এতে ফ্লাইটের ৮ আরোহী এতোটাই আহত হন যে তাদের হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হয়ে পড়ে।

এক টুইট বার্তায় জেটব্লু’র পরিচালক (করপোরেট কমিউনিকেশন) ডগ ম্যাকগ্র বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি একই কারণে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ৩০ আরোহী অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে স্থানান্তর করা হয়।      

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।