ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

মুনাফা কমায় বিনিয়োগ কমাচ্ছে শেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ৪, ২০১৬
মুনাফা কমায় বিনিয়োগ কমাচ্ছে শেল

ঢাকা: বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ব্যবসা ক্ষতিতে পড়া বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেল বিনিয়োগ কমানোর ঘোষণা দিয়েছে। খরচ কমানোর জন্য শেয়ারহোল্ডারদের অব্যাহত চাপের কারণে এ সিদ্ধান্ত নিলো কোম্পানিটি।

এ বিষয়ে শেল জানায়, ৩৩ বিলিয়ন (তিন হাজার তিনশ’ কোটি) ডলার বিনিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হলেও খরচ কমানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের চাপের কারণে তা ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কেম্পানিটির বিনিয়োগের পরিমাণ হবে ৩০ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পনিটির মুনাফা হয়েছে ৮শ’ মিলিয়ন (৮০ কোটি) ডলার। গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৪.৮ বিলিয়ন (চার হাজার আটশ’ কোটি) ডলার।

গত ১৮ মাস ধসে বিশ্ববাজারে ধারাবাহিক তেলের মূল্য কমছে। গত তিন মাসে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের ‍মূল্য ৩৫ ডলারের (১ ডলার সমান ৭৮ টাকা) মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেখানে ২০১৪ সালের জুনে প্রতি ব্যারেলের মূল্য ছিল ১১৫ ডলার।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।