ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপছেই ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ভূমিকম্পে কাঁপছেই ইকুয়েডর

ঢাকা: আবারো ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডর। গত ১৬ এপ্রিল ৭.৮ মাত্রার  শক্তিশালী ওই ভূমিকম্পের পর প্রতিদিনই বেশ কয়েকটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।

শনিবার (২৩ এপ্রিল) দেশটির উপকূলে নতুন করে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮।

বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় মুইজনি থেকে ১৬ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে এতে নতুন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।