ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের বিম ধসে হতাহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
থাইল্যান্ডে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের বিম ধসে হতাহত ৩২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের কংক্রিট বিম ধসে পড়ে অন্তত ৩২ জন হতাহত হয়েছে। নিহত হয়েছেন পাঁচজন, ২৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (১৫ মার্চ) ভোরে ব্যাংককের চম থং জেলার রামা ২ রোডের কাছে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, এক্সপ্রেসওয়ের প্রবেশপথ থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত একটি নির্মাণাধীন কংক্রিটের বিম এক্সপ্রেসওয়ের কাঠামোর ওউপর ধসে পড়ে।

ব্যাংকক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের উদ্ধারকারী দল এবং কর্মকর্তারা স্নাইফার কুকুর এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে বের করতে এবং সহায়তা করছেন।

শনিবার সকাল ৭টা পর্যন্ত পাঁচজন শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। সূত্র: ব্যাংকক পোস্ট

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।