ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

আঞ্চলিক বিষয় নিয়ে জেদ্দায় সালমান-রুবিও আলোচনা  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আঞ্চলিক বিষয় নিয়ে জেদ্দায় সালমান-রুবিও আলোচনা  

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে স্বাগত জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

রুবিও সোমবারই (১০ মার্চ) সৌদি আরবে পৌঁছান, যেখানে তিনি ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। আলোচনার মূল লক্ষ্য রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খোঁজা।

বৈঠকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া, তারা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।

সৌদি আরবের পক্ষে বৈঠকে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুলআজিজ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার।

মার্কো রুবিও বর্তমানে জেদ্দায় অবস্থান করছেন, যেখানে আজ (১১ মার্চ) ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি এ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে প্রতিনিধি হিসেবে রয়েছেন মাইক ওয়াল্টজ।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার সৌদি আরবে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।