ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনা: ৬৭ জনের মৃত্যু, ব্ল্যাক বক্স উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনা: ৬৭ জনের মৃত্যু, ব্ল্যাক বক্স উদ্ধার 

যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে ঘটে যাওয়া উড়োজাহাজ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

মাঝ আকাশে ঘটে যাওয়া এই অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৪ জন যাত্রী এবং মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের তিনজন সৈন্য সবাই মারা গেছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন হেলিকপ্টারের ককপিট ভয়েস রেকর্ডার বা ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করতে পেরেছেন।  

জরুরি উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করার জন্য সপ্তাহান্তে তাদের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরের চারপাশে হেলিকপ্টার চলাচল সীমিত করেছে।  

শুক্রবার পর্যন্ত, দুর্ঘটনার নিহত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং ৪১টি মৃতদেহ পানির থেকে উদ্ধার করা হয়েছে। নদীর তল থেকে বিমানটি তোলা সম্ভব হলে অন্য মৃতদেহগুলো পাওয়া যাবে বলে কর্মকর্তারা আশাবাদী।

তদন্তকারীরা দুর্ঘটনার পরের দিন যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্সগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছিল।  

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সদস্য টড ইনম্যান শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ব্ল্যাক বক্সগুলো শুকানোর পর তারা খুব শীঘ্রই রেকর্ডারগুলোর তথ্য জাচাইয়ে সক্ষম হবেন।

তিনি জানান, নদীর তল থেকে বিমানটি তোলার প্রধান কার্যক্রম মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হবে যা শনিবার(০১ ফেব্রুয়ারি ) শুরু হবে। বিমানটির অংশগুলো পানির থেকে সরাতে হবে যাতে ডুবুরিরা আবারো কাজ শুরু করতে পারে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি পরিবারগুলোর জন্য অত্যন্ত কঠিন। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই ক্ষতিগ্রস্তদের কাছে যত দ্রুত সম্ভব সঠিক তথ্য দেওয়া যায় এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো যায়।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।