ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত 

ব্রাজিলে অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দেশটির উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্গম পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।  

অ্যালাগোস রাজ্য সরকারের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বাস খাদে পড়লে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।  

অ্যালাগোস রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে তৎপর রয়েছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।  

তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।