ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ৩৫ হাজার ৮০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২৪
গাজায় নিহত বেড়ে ৩৫ হাজার ৮০০ খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি রয়টার্স

যুদ্ধ শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০০ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯১ জনের।

উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেই থেকে গাজায় আহত হয়েছেন অন্তত ৮০ হাজার ১১ জন।  

কয়েক হাজার বাসিন্দা সেখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে কয়েক হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে সামনে রেখে ইসরায়েল গাজার রাফা শহরে হামলা বাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিতে আইসিজের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।  

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে দুই দিনের অভিযানে ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  

জাতিসংঘ বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আট লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনের ধ্বংসাবশেষের মধ্যেই বসবাস করছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।