ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করব: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
ইসরায়েলের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করব: নেতানিয়াহু

ইরানের হামলার পাল্টা জবাব দেওয়া নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরনকে বলেছেন, ইসরায়েল ‘নিজের সিদ্ধান্ত নিজেই নেবে’।

পশ্চিমা দেশগুলো ইরানের হামলার জবাবে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছিল।

ইরান-ইসরায়েল সংঘাত বেড়ে গিয়ে যেন আঞ্চলিক সংঘাতে রূপ না নেয়, সেজন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল সফর।

গত শনিবার ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার নজিরবিহীন এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহু বলেন, তার সরকার ইসরায়েলের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করবে।  

ক্যামেরন তাকে বলেন, জবাব যেন হয় ‘স্মার্ট’ ও নিয়ন্ত্রিত।

জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে লর্ড ক্যামেরন সাংবাদিকদের বলেন, ইরানের ‘ভয়াবহ’ হামলার পর ‘সংহতি প্রদর্শন’ করতে তিনি এসেছেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ক্যামেরন ইসরায়েলি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যাবেন। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ মুস্তফার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।