ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার পর সব বিমানবন্দর খুলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
ইসরায়েলে হামলার পর সব বিমানবন্দর খুলল ইরান

ইরানে তেহরানসহ দেশের সর্বত্র বিমানবন্দরগুলো সোমবার থেকে কার্যক্রম শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমনটি বলেছে।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে তেহরানের পাল্টা হামলার কারণে ওই অঞ্চলে উত্তেজনার সৃষ্টি হয়।

শনিবার রাতে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায়। গেল ১ এপ্রিল দামেস্কে তেহরানের কনস্যুলেটে হামলা হয়। এর জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছে। ওই হামলার জবাবেই ইরান ইসরায়েলে সরাসরি হামলা চালায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা খবরে জানিয়েছে, তেহরানে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থানীয় সময় সকাল ৬টায় স্বাভাবিক হয়।  

ইরনা জানায়, তেহরানে অভ্যন্তরীণ মেহরাবাদ বিমানবন্দর, উত্তরপশ্চিমের তাবরিজ, উত্তর পূর্বদিকের মাশহাদ ও দক্ষিণের সিরাজসহ দেশজুড়ে সব বিমানবন্দর কার্যক্রম শুরু করেছে।

ইরানের হামলা এবং ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার শঙ্কায় বেশকিছু এয়ারলাইনস এ অঞ্চলে তাদের ফ্লাইট বন্ধ রেখেছে।  

ইসরায়েলের পাল্টা জবাব কেমন হবে, তা এখনো প্রকাশিত হয়নি।  

জার্মান এয়ারলাইন লুফৎহানসা ইরানে ফ্লাইট বাতিল করেছে। অস্ট্রেলিয়ান এয়ারলাইন কান্তাসসহ অন্যগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

ইরানের হামলার কারণে জর্ডান, লেবানন ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ শনিবার রাতে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। এসব দেশও আবার তাদের আকাশপথ খুলে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।