ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন ধ্বংসে ইউক্রেনকে লেজার অস্ত্র দিতে চায় যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
রাশিয়ার ড্রোন ধ্বংসে ইউক্রেনকে লেজার অস্ত্র দিতে চায় যুক্তরাজ্য

রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে ইউক্রেনে পাঠানো হতে পারে যুক্তরাজ্যের উচ্চ-ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এমনটি জানিয়েছেন।

গ্রান্ট শ্যাপসের মতে, ইউরোপে সংঘাতে অস্ত্রটির বিশাল ভূমিকা থাকতে পারে। খবর বিবিসির।  

ড্রাগনফায়ার নামে অস্ত্রটি ২০২৭ সালে পাওয়া যেতে পারে। তবে শ্যাপস বলছেন, দ্রুত উৎপাদন এবং শিগগিরই অস্ত্রটির ব্যবহারযোগ্যতা চান তিনি।  

লেজার অস্ত্রটির সফল পরীক্ষার পর তিনি এমনটি বললেন। গত জানুয়ারিতে প্রথমবারের মতো আকাশে লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অস্ত্রটি ব্যবহার করা হয়।  

লেজারটি মূলত ২০৩২ সালের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সরকারি প্রকিউরমেন্টের গতি বাড়ানোয় অস্ত্রটি এখন পাঁচ বছর আগে প্রস্তুত হবে।

প্রতিরক্ষামন্ত্রী স্যালিসবারির কাছে পোরটন ডাউন সামরিক গবেষণাকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, তিনি উৎপাদনের গতিবৃদ্ধি চান।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।