ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাটি খুঁড়তেই মিলল ৬৪ গ্রাম ওজনের সোনার খণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
মাটি খুঁড়তেই মিলল ৬৪ গ্রাম ওজনের সোনার খণ্ড

ব্রিটেনের শ্রপশায়ারে সম্প্রতি মাটি খুঁড়তেই পাওয়া গেছে বিশালাকৃতির একটি সোনার খণ্ড। যার ওজন ৬৪ দশমিক ৮ গ্রাম।

বাংলাদেশি মুদ্রায় এ সোনার খণ্ডের দাম ৪১ লাখ ৪৬ হাজার ৮৭৪ টাকার মতো।  খবর সিএনএনের

সোনার এই খণ্ডটি পেয়েছেন ৬৭ বছর বয়সী ব্রিটিশ নাগরিক রিচার্ড ব্রোক। ৩৫ বছর ধরে ধাতব বস্তু শনাক্তকরণের কাজ করছেন তিনি।

এবার পেয়ে গেলেন মূল্যবানে সোনার খণ্ড।  মাটি থেকে ১৫ সেন্টিমিটার গভীরে খনন করতেই সোনার খণ্ডটি তার হাতে লাগে।

কীভাবে এটি পেয়েছেন তার বর্ণনায় রিচার্ড ব্রোক বলেন, সামারসেটের বাড়ি থেকে শ্রপশায়ার হিলসে গিয়ে দেখি একটি কৃষিজমিতে গুপ্তধন খোঁজার জন্য খোঁড়াখুঁড়ি চলছে। আমিও সঙ্গে থাকা যন্ত্র দিয়েই গুপ্তধন খোঁজা শুরু করি। এক পর্যায়ে আমার হাতের যন্ত্রটিতেও ত্রুটি দেখা দেয়। সেটি নিয়েই কাজ করতে থাকি। শেষ পর্যন্ত ওই ক্রটিপূর্ণ যন্ত্র দিয়েই ধাতব বস্তুটিকে শনাক্ত করতে সক্ষম হই।

সোনার খণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘হিরোস নাগেট’। খুব শিগগিরই নিলামে এটি নিলামে উঠবে।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।