ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
ইসরায়েলে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলল ভারত

ইসরায়েলে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার চলে যেতে বলা হয়েছে। লেবানন সীমান্তে এক ভারতীয় নিহত হওয়ার পর এ সতর্কবার্তা এলো।

 

সোমবার মার্গালিওটের একটি বাগানে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ওই ব্যক্তি প্রাণ হারান। এতে দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত হন।

দিল্লিতে ইসরায়েলি দূতাবাস হামলার পেছনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে।

ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের সব নাগরিককে সীমান্ত থেকে দূরে অবস্থান নিতে বলেছে।  

এক্স হ্যান্ডলে এক পোস্টে দূতাবাস বলছে, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছিল।

দূতাবাস সরাসরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেনি কিংবা হতাহতের সংখ্যাও উল্লেখ করেনি।  

ভারত ও ইসরায়েল-দুই দেশেরই গণমাধ্যমের খবর বলছে, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। অন্যদিকে দিল্লিতে ইসরায়েলি দূতাবাসও ওই ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানা যায়, নিহত ব্যক্তি একটি খামারে কাজ নিয়ে মাত্র দু মাস আগে ইসরায়েলে গিয়েছিলেন।  

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে জানায়, তারা লেবাননের সেই স্থানে হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।