ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে মুসলিম বিবাহ আইন বাতিল হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আসামে মুসলিম বিবাহ আইন বাতিল হচ্ছে

উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য আসামে মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ইউনিফর্ম বা অভিন্ন সিভিল কোড আইন (ইউসিসি) কার্যকরের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে।

খবর এনডিটিভির।

এর আগে সব ধর্ম-বর্ণের জন্য একই ধরনের বিয়ে, তালাক ও উত্তরাধিকারসহ অন্যান্য সাধারণ আইন প্রবর্তনের সিদ্ধান্ত নেয় ভারতের আরেক রাজ্য উত্তরাখন্ডের সরকার। চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখন্ড রাজ্য ইউসিসি আইন পাস করে। সে ধারাবাহিকতায় আসামের বিজেপি সরকারও এ ধরনের আইনের সিদ্ধান্ত নিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা নেতৃত্বাধীন সরকার ইউসিসি বিলটি উপস্থাপন করতে পারে।

এর আগে গতকাল শুক্রবার এ বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। তিনি বলেন, মন্ত্রিসভা মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার এখন এই ধরনের সব বিষয়কে বিশেষ বিবাহ আইনের আওতায় আনতে চায়।

আসামের বর্তমান আইনে মুসলমানদের বিবাহ ও বিবাহবিচ্ছেদে স্বেচ্ছা নিবন্ধনের অনুমতি রয়েছে। আইন অনুযায়ী, এই ধরনের ঘটনা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। নিবন্ধনের যেসব বিধি-বিধান রয়েছে তা অনানুষ্ঠানিক এবং বিদ্যমান নিয়ম উপেক্ষা করার সুযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।