ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে, যাতে গাজায় একটি সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। খবর বিবিসির।

দেশটি গাজার রাফা শহরে হামলার ক্ষেত্রে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। এর আগে যুদ্ধ নিয়ে জাতিসংঘে ভোট চলাকালে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দটি এড়িয়ে গিয়েছিল।  

যুক্তরাষ্ট্র আরেকটি খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি আলজেরিয়ার। এতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।

১০ লাখের বেশি ফিলিস্তিনি গাজায় বাস্তুচ্যুত। এই সংখ্যা উপত্যকাটির মোট জনসংখ্যার অর্ধেক। এ বাস্তুচ্যুতরা আশ্রয়ের সন্ধানে রাফাতে আটকে পড়েছে। মিশর সীমান্ত লাগোয়া দক্ষিণের শহরটিতে যুদ্ধের আগে আড়াই লাখ লোকের বাস ছিল।  

বাস্তুচ্যুতদের মধ্যে অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বা তাঁবুতে বসবাস করছে, যেখানে নিরাপদ পানীয় জল বা খাবারের অভাব রয়েছে। জাতিসংঘ সতর্কবার্তায় ইসরায়েলের পরিকল্পিত আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।  

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় এতে প্রায় এক হাজার ২০০ লোকের প্রাণ যায়। হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মিও করেন।

জবাবে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। ইসরায়েলের হামলায় ২৯ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।