ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি পড়ে দেখছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি পড়ে দেখছে হামাস

হামাস জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে পড়ে দেখছে। ফিলিস্তিনি গোষ্ঠীটির রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া মঙ্গলবার বলেন, যুদ্ধ থামাতে এবং ইসরায়েলি-ফিলিস্তিনি বন্দি বিনিময়ের ক্ষেত্রে তিনি প্রস্তাবটি পড়ে দেখছেন।

 

হানিয়া এক বিবৃতিতে বলেন, গোষ্ঠীটি যেকোনো গুরুতর এবং বাস্তব উদ্যোগ বা ধারণা নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত। তবে শর্ত থাকে যে, এসব যেন ইসরায়েলি আগ্রাসনের ব্যাপক সমাপ্তির দিকে নিয়ে যায়।

হামাস বলছে, গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।

গোষ্ঠীটির নেতা বলেন, ফ্রেমওয়ার্ক চুক্তিতে একটি সমন্বিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি কায়রোতে একটি আমন্ত্রণ পেয়েছিলেন।

তিনি চুক্তিতে মধ্যস্থতায় কাতার ও মিশরের ভূমিকার জন্যও প্রশংসা করেন।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি সোমবার বলেন, মিশর, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের সময় একটি সম্ভাব্য চুক্তিতে ভালো অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।