ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতিতে মালালার স্বস্তি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
গাজায় যুদ্ধবিরতিতে মালালার স্বস্তি  ফাইল ফটো

ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের পর গাজায় অস্থায়ী যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

তিনি গাজার জনগণের জন্য অব্যাহত সমর্থনের আহ্বান জানান।

পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তানের এ নোবেল জয়ী বলেন, নারী, শিশুসহ সবাই অনেক দিন পর তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন।

শনিবার (২৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক্স-এর একটি পোস্টে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, গাজায় বোমাবর্ষণ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গাজার শিশুরা প্রিয়জনদের শোক নিয়ে আবারও জেগে উঠবে। বিশেষ করে তারা মৌলিক প্রয়োজনীয়তার সংকটের মুখোমুখি হবে। বাড়ি, রাস্তা ও স্কুলে সম্ভাব্য ভবিষ্যতের আক্রমণের ভয়ে আতঙ্কিত থাকবে।

শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, চারদিনে ৫০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।  

যুদ্ধবিরতির প্রথমদিন ১৩ জনকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ২৫ জনকে ছেড়ে দিয়েছে হামাস। আশা করা হচ্ছে, দুই শক্তির এ চুক্তি আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।