ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শুক্রবারের আগে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
শুক্রবারের আগে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না: ইসরায়েল

গাজায় শুক্রবারের আগে সাময়িক বা অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হচ্ছে না। তেল আবিব এমনটিই বলেছে।

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

একইসঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি থাকা কয়েকজনের মুক্তিও পেছাচ্ছে বলে বলে জানিয়েছে ইসরায়েল। গেল ৭ অক্টোবর ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে দুই শতাধিক লোককে জিম্মি করে হামাস। খবর আল জাজিরা

জিম্মি মুক্তি অস্থায়ী বা সাময়িক যুদ্ধবিরতির অংশ। প্রাথমিকভাবে এর পরিসর চারদিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। গাজায় অত্যাবশ্যকীয় মানবিক সাহায্য মোতায়েনও এর মধ্যে অন্তর্ভুক্ত।

ইসরায়েলের কারাগারে বন্দি বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দি বিনিময়ও করার কথা রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেন, জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে চলেছে এবং ক্রমাগত অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে মূল চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি শুরু হবে, তবে তা শুক্রবারের আগে না।  

ইসরায়েলের সরকারি গণমাধ্যম কান বেনামি এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, যুদ্ধবিরতি শুরু হতে ২৪ ঘণ্টা দেরি হতে পারে, কারণ চুক্তিতে হামাস ও কাতার সই করেনি।  

এই কর্মকর্তা বলেন, তিনি আশাবাদী, চুক্তিটি সই হলে তা কার্যকর হবে।

কান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, মিডিয়া ছাড়া কেউ বলেনি যে আগামীকাল মুক্তি পাবে… আমাদের এটা পরিষ্কার করতে হবে যে, শুক্রবারের আগে কোনো মুক্তির পরিকল্পনা নেই।  

অন্যান্য ইসরায়েলি গণমাধ্যমই একই ধরনের খবর ছেপেছে যে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিও শুক্রবারের আগে হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।