ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই জিম্মির মরদেহ পেয়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
দুই জিম্মির মরদেহ পেয়েছে ইসরায়েলি বাহিনী ইয়েহুডিত ওয়েইস

ইসরায়েল জানিয়েছে তাদের সৈন্যরা গাজায় দুই জিম্মির মরদেহ পেয়েছে। এর মধ্যে ৬৫ বছর বয়সী ইয়েহুডিত ওয়েইসকে গত ৭ অক্টোবর অপহরণ করে নিয়ে যান হামাস যোদ্ধারা।

কর্মকর্তারা জানান, আল-শিফা হাসপাতাল সংলগ্ন একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইসরায়েল সেখানে তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং তারা হামাসের একটি টানেলের সংযোগস্থলের সন্ধান পাওয়ার দাবি করেছে।

ইয়েহুডিত ওয়েইসের কিবুতজের একটি কিন্ডারগার্টেনে কাজ করতেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা নোয়া মার্সিয়ানো নামে এক সেনার মরদেহ উদ্ধার করেছে। ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হন তিনি।  

গাজার উত্তরে আল-শিফা হাসপাতালের কাছে একটি ভবন থেকে লাশটি শনাক্ত করা হয় বলে সামরিক বাহিনী জানিয়েছে।

সোমবার হামাস একটি ভিডিও প্রকাশ করে, যাতে মার্সিয়ানো হামলা বন্ধের জন্য ইসরায়েলি বাহিনীর কাছে অনুরোধ জানান।  

পরের ছবিটিতে তার নিথর শরীর দেখা যায়। আরেকটি ছবিতে তার মাথার ক্ষত দেখা যায়। পরদিন সেনাবাহিনী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী ১৯ বছর বয়সী মার্সিয়ানো নাহাল ওজ সামরিক চৌকিতে দায়িত্ব পালন করছিলেন।  

সূত্র: বিবিসি ও আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।