ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩৭৮৫

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩৭৮৫ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উঠছে। ছবি: ইপিএ

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় সব শেষ খবর পাওয়া পর্যন্ত তিন হাজার ৭৮৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ১২ হাজার ৪৯৩ জন।

শুক্রবার (২০ অক্টোবর) এই খবর জানায় আল জাজিরা।  

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় বিমান হামলা চালানো শুরু করে।  

ইসরায়েলের হামলায় গাজায় নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৫২৪ শিশু। এর মধ্যে এক হাজার নারীও রয়েছেন। প্রাণ গেছে ১১ সাংবাদিকের।

আর আহতদের মধ্যে রয়েছে দুই হাজার শিশু। আর নারীর সংখ্যা এক হাজার ৪০০।  

এদিকের হামাসের হামলায় এক হাজার ৪০৩ ইসরায়েলির প্রাণ গেছে। এর মধ্যে ৩০৬ ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য, ৫৭ পুলিশ সদস্য রয়েছেন। আর নিখোঁজ প্রায় ১০০। আহত হয়েছেন চার হাজার ৬২৯ জন।  

হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।  

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৮১ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন এক হাজার ৩০০ জন। গ্রেপ্তার হয়েছেন ৮৬০ জনের বেশি ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।