ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে গ্রেপ্তার ৮০, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে গ্রেপ্তার ৮০, নিহত ৩ সেপ্টেম্বরে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত এক ফিলিস্তিনির দাফনে লোকসমাগম

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অধিকৃত পশ্চিম তীরে তারা ৮০ জনকে গ্রেপ্তার করেছে, ৬৩ জনকে হামাস সদস্য বলে অভিযুক্ত করেছে।

সেনাবাহিনী বলছে, রামাল্লাহর কাছে কাফর কিবিয়াতে গ্রেপ্তার এক ব্যক্তির বাড়ি ধ্বংস হয়ে গেছে।

নুর শামস শরণার্থী শিবির থেকে অনেক ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

শরণার্থী শিবিরটির অবস্থান অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে। এই শিবিরটি প্রায়ই ইসরায়েলি সেনা অভিযানের লক্ষ্য হয়ে থাকে।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত নুর শামস তুলকারেমে দুই শিবিরের একটি। ১৯৪৮ সালে নাকবার পর হাফিয়া এলাকা থেকে হওয়া শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য এটি নির্মাণ করা হয়।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্তণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নেওয়া যায়।

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েলও গাজায় হামলা চালানো শুরু করে। এরপর থেকে পশ্চিম তীরেও ইসরায়েলিদের হামলা বেড়েছে। এ পর্যন্ত ৭২ ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।