ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে বিক্ষোভ থেকে আটক গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
লন্ডনে বিক্ষোভ থেকে আটক গ্রেটা থুনবার্গ

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার লন্ডনের এক হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই হোটেলে তেল ও গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন চলছে।

সম্মেলন ঘিরে ওয়েলি মানি আউট শীর্ষক এক বিক্ষোভের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ফসিল ফ্রি লন্ডন ও গ্রিনপিস। থুনবার্গসহ কয়েকশ বিক্ষোভকারী হোটেলের সামনে উপস্থিত হন। তারা হোটেলে প্রবেশের সব পথ বন্ধ করে দেন।

আটকের আগে থুনবার্গ গণমাধ্যমকে বলেন, দরজা বন্ধ করে সম্মেলনের নামে মেরুদণ্ডহীন রাজনীতিবিদেরা ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানি শিল্পের লবিস্টদের সঙ্গে চুক্তি ও আপস করছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করা কোম্পানিগুলো বেশি লাভের জন্য ইচ্ছে করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির গতি ধীর করে দিচ্ছে।

সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সেই সময় পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা।  

মঙ্গলবার গ্রিনপিসের দুজন কর্মী হোটেলের উপরে উঠে একটি বড় ব্যানার টাঙিয়ে দেন, যাতে লেখা ছিল- মেক বিগ ওয়েল পে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক্স হ্যান্ডলে বিক্ষোভস্থল থেকে ২০ জনকে আটকের খবর জানিয়েছে।

চলতি বছর বিক্ষোভ করতে গিয়ে এর আগে সুইডেন, নরওয়ে ও জার্মানিতে আটক হয়েছিলেন থুনবার্গ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।