ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় পানির তীব্র সংকটে সাড়ে ৬ লাখ বাসিন্দা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
গাজায় পানির তীব্র সংকটে সাড়ে ৬ লাখ বাসিন্দা: জাতিসংঘ

ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় সাড়ে ছয় লাখ ফিলিস্তিনি পানির তীব্র সংকটে রয়েছেন। এমনটি জানিয়েছে জাতিসংঘ।

গেল শনিবার হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালায়।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের দপ্তর বলছে, শনিবার থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বোমা হামলায় হাজার খানেক বাড়ি মাটিতে মিশে গেছে। অনেক অঞ্চলে বাসিন্দারা পানি, জ্বালানি ও চিকিৎসা সহায়তা সরবরাহের তীব্র সংকটে ভুগছেন।

এটি আরও বলছে যে, আরও ৫৬০ হাউসিং ইউনিট বাজেভাবে ক্ষতিগ্রস্ত এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অন্তত ১২ হাজার ৬০০ বাড়ি ইসরায়েলি হামলায় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি বলছে, তীব্র জ্বালানি সংকট এবং চিকিৎসা সামগ্রীর সরবরাহের অভাবে গাজায় ১৩টি হাসপাতালের সবকটিই আংশিকভাবে চালু আছে।  

এটি আরও বলছে যে, ইসরায়েল এই উপত্যকায় অবরোধ আরোপ করায় পানির সরবরাহ কমে গেছে। এতে ২৩ লাখ লোকের  মধ্যে ৬ লাখ ৫০ হাজার লোক পানির তীব্র সংকটে পড়েছেন।  

গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত বর্জ্য রাস্তায় ফেলা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে এক হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজার ৪৯ জন।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।