ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অনাগত সন্তানসহ পুরো পরিবার হারালেন ফিলিস্তিনি আল-কাফারন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
অনাগত সন্তানসহ পুরো পরিবার হারালেন ফিলিস্তিনি আল-কাফারন

গাজার শেখ রাদওয়ান শহরে দখলদার ইসরায়েলিদের বিমান হামলায় পুরো একটি পরিবার একসঙ্গে নিহত হয়েছে। নিহতের সারিতে একজন অন্তঃসত্ত্বা রয়েছেন।

আল জাজিরা খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

খবরে বলা হয়, আলা আল-কাফারন নামে এক ব্যক্তি ইসরায়েলি বিমান হামলায় তার পুরো পরিবারকে হারিয়েছেন। তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তিনিও নিহত হয়েছেন। পরিবারের ৮ সদস্য একসঙ্গেই নিহত হয়েছে।

দখলদারদের হামলার আগ মুহূর্তটি বর্ণনা করেছেন আল-কাফারন। তিনি বলেন, বেইট হ্যানউন শহর ছেড়ে যাওয়ার বার্তা পাওয়ার পর আমরা সবাই সমুদ্র সৈকত শরণার্থী শিবিরে গিয়েছিলাম। কারণ আমরা যে ভবনে বাস করতাম, সেটিতে হামলার হুমকিও ছিল। আমরা বিচ ক্যাম্পে নিরাপত্তা খুঁজতে গিয়েছিলাম।

আমাদের শেখ রাদওয়ান শহরে চলে যেতে হয়েছিল। সেখানে আমরা একটি অ্যাপার্টমেন্টে ছিলাম। হঠাৎ ভোর ৪ টার দিকে একটি হামলা হয়। এ হামলা কেন জানি না, আমরা তো কিছুই করিনি।

পরিবার হারিয়ে কাঁদছিলেন আল-কাফারন। তিনি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন তার অনাগত সন্তান হারিয়ে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।