ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের হামলায় অন্তত ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
সিরিয়ায় আইএসের হামলায় অন্তত ২০ সেনা নিহত আরব ও কুর্দি যোদ্ধারা ২০১৯ সালে আইএসআইএলকে সিরিয়ার এই অঞ্চল থেকে সরিয়ে দেয়

সিরিয়ার পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সৈন্যবাহী বাসে সশস্ত্র জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বিরোধী অ্যাক্টিভিস্টরা এমনটি বলছে।

এদিকে শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২৩ সেনা নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ইরাক সীমান্ত ঘেঁষা দেইর আজ জর প্রদেশে মায়াদিন শহরের কাছে মরুভূমির সড়কে বাসটি চলার সময় এই হামলার ঘটনা ঘটে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি বলছে, ২০১৯ সালে পরাজিত হয়ে এই অঞ্চলে আত্মগোপনে থাকা ইসলামিক স্টেটসের (আইএসআইএল) সদস্যরা হামলার ঘটনাটি ঘটিয়েছে। সশস্ত্র সদস্যরা বাসটি ঘিরে গুলি করতে শুরু করে।  বাকি সৈন্যরা নিখোঁজ।  

সিরিয়া সরকার বা সিরিয়ার সেনাবাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি।  

অবজারভেটরির প্রধান রামি আবদুররাহমান বলছেন, গত কয়েক মাসে হামলার তীব্রতা বেড়েছে। আইএসআইএল  সাম্প্রতিক সময়ে ভয়াবহ সামরিক হামলার পরিমাণ বাড়াচ্ছে... তাদের লক্ষ্য বেশি সংখ্যক মৃত্যু ঘটানো।

এর মাধ্যমে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তাদের গোষ্ঠী এখনো সক্রিয় ও শক্তিশালী।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।