ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিডিওতে ওয়াগনার সৈন্যদের যে বার্তা দিলেন প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ভিডিওতে ওয়াগনার সৈন্যদের যে বার্তা দিলেন প্রিগোজিন বেলারুশে সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার

নতুন একটি ভিডিওতে দেখা গেছে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে। তিনি ভিডিওতে তার সৈন্যদের স্বাগত জানান।

তাদের বলেন, তারা আর ইউক্রেন যুদ্ধের অংশ নয়, আফ্রিকার জন্য তাদের প্রস্তুতি নিতে হবে।

ভিডিও ফুটেজটি বুধবার টেলিগ্রামে প্রিগোজিনের প্রেস সার্ভিস প্রকাশ করে। গেল মাসে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহের পর এটিই প্রিগোজিনের প্রথম কোনো ভিডিও বার্তা।

প্রিগোজিন বলেন, ছেলেরা তোমাদের স্বাগতম, বেলারুশের ভূমিতে তোমাদের স্বাগতম।

তিনি বলেন, আমরা সম্মানের সঙ্গে লড়েছি। তোমরা রাশিয়ার জন্য দারুণ কাজ করেছো। এখন যা ঘটছে, তা অসম্মানজনক। এর সঙ্গে আমাদের আর জড়িত থাকার কোনো প্রয়োজন নেই।

প্রিগোজিন তার সৈন্যদের বলেন, তারা যাতে বেলারুশের স্থানীয়দের সঙ্গে ভালো আচরণ করেন এবং আফ্রিকার জন্য শক্তি যোগান।  

ভাড়াটে এই গোষ্ঠীটি আফ্রিকায় দীর্ঘদিন ধরে চলা অন্তর্দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রিগোজিন বলেন, এবং সম্ভবত আমরা এসএমও-তে (ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান) ফিরে যাব, যখন আমরা নিশ্চিত হব যে, আমরা নিজেদের লজ্জা দিতে বাধ্য হব না।
 
২০১৮ সাল থেকে ওয়াগনার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), লিবিয়া ও মালিসহ বেশ কয়েকটি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে সহায়তায় সোমবার ওয়াগনারের কিছু সৈন্য দেশটিতে পৌঁছেছে।

বাংলাদেশ সংবাদ: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।