ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নেপালে বিদেশি পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় পাঁচ মেক্সিকান নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স।

কাঠমান্ডুর উত্তর পূর্বে লিক্ষু নামক স্থানের কাছেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বলছে, সরকার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হেলিকপ্টারটি ছিল মানাং এয়ারের। এটি বিশ্বের উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টসহ দেশের সুউচ্চ শৃঙ্গগুলোর দৃশ্য দেখার জন্য পর্যটকদের নিয়ে যেত।

উদ্ধারকারীরা ছয়জনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন। সলুখুম্বু জেলার স্থানীয় কর্মকর্তা সীতা অধিকারী এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়েছে। পরে আমরা বিস্তারিত জানতে পারব।

বিমানবন্দর কর্মকর্তা তেকনাথ সিতৌলা বলেন, নেপালি পাইলট ও পাঁচ মেক্সিকান নাগরিক হেলিকপ্টারে ছিলেন।

মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপানে বলেন, ভালো আবহাওয়ায় হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল। আবহাওয়া খারাপ ছিল না। এখন আমরা বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে কিছু বলতে পারছি না। তদন্ত করতে হবে।

বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দর্শনীয় স্থান ভ্রমণের পর সকালে হেলিকপ্টারটি পর্যটকদের রাজধানী কাঠমান্ডুতে ফিরিয়ে আনছিল।

মানাং এয়ার বলছে, সকাল ১০টা ০৪ মিনিটে সলোখুনভু জেলায় সুরকে থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। তবে ১০ মিনিট পর যোগাযোগ হারিয়ে ফেলে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।