ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে মোদিকে রাজকীয় অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
হোয়াইট হাউজে মোদিকে রাজকীয় অভ্যর্থনা

হোয়াইট হাউজে রাজকীয় অভ্যর্থনা পেলেন যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেলেন লাল গালিচা সংবর্ধনাও।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল মোদিকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অনেকে।  

পরে বাইডেন ও মোদির মধ্যে চলে বৈঠক। দ্বিপাক্ষিক আলোচনার পর হোয়াইট হাউজে যৌথ বিবৃতি দেন জো বাইডেন ও নরেন্দ্র মোদি।  

৯ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এমন যৌথ বিবৃতি দিলেন হোয়াইট হাউজের ইস্ট হলে। ওই বিবৃতিতে উঠে আসে রাশিয়াসহ একাধিক প্রসঙ্গ।

ভারতের প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট বাইডেনকে তার উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ধন্যবাদ আপনার বন্ধুত্বের জন্য প্রেসিডেন্ট বাইডেন।  

আর ভারত-মার্কিন সম্পর্ককে ‘শক্তিশালী, ঘনিষ্ঠ ও গতিশীল’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।