ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জুনেই আইএমএফের সঙ্গে ঋণচুক্তি, আশাবাদ শেহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৬, ২০২৩
জুনেই আইএমএফের সঙ্গে ঋণচুক্তি, আশাবাদ শেহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশাবাদী, তার দেশ চলতি মাসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তি সম্পন্ন করতে পারবে।  

সোমবার বার্তাসংস্থা আনাদোলুর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

শেহবাজ শরিফ বলেন, আমরা এখনও খুব আশাবাদী যে আইএমএফ কর্মসূচির বাস্তবায়ন হবে।

তিনি বলেন, আইএমের করা নবম পর্যালোচনা সব শর্তের সঙ্গে মেলে। আশা করি, এই মাসেই কিছু ভালো খবর পাব।  

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা সফরে গিয়ে আনাদোলুর সঙ্গে কথা বলেন শেহবাজ শরিফ।

২০১৯ সালে আইএমএফের ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের অংশ হিসেবে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণের দ্রুত অনুমোদন চাইছে পাকিস্তান।

দেশটি এখন বাকি পরিশোধের তীব্র সংকটে ভুগছে। সেদেশে আগামী ৯ জুন বার্ষিক ফেডারেল বাজেট ঘোষণার প্রস্তুতি চলছে।  

ঋণ কর্মসূচিটি পুনরুজ্জীবিত করতে গত মাসে শরিফ আইএম প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেন। পাক প্রধানমন্ত্রী জানান, পাকিস্তান আইএমের সব চাওয়া পূরণ করেছে।  

শরিফ বলেন, আমরা সব শর্ত মিটিয়েছি। আবারো বলছি, আইএমএফের সব চাওয়া মিটিয়েছি।

বাংলাদেশ সময়: ১৩৯১ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।