ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩৬ রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ২, ২০২৩
৩৬ রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

কিয়েভে থাকা ইউক্রেনের বাহিনী বলছে, তারা রাতভর রাজধানীজুড়ে ৩৬টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

 ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন আহত হয়েছেন।

পরে অবশ্য কর্তৃপক্ষ দেশের অধিকাংশ স্থানেই সতর্কতা জারি করে। তবে এর আগেই দুজনের আহত হওয়ার ঘটনা ঘটে যায়। খবর আল জাজিরা।

এর আগে, ইউক্রেন ঘোষণা দেয় যে, রাতভর ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।

কিয়েভের সামরিক কর্তৃপক্ষ টেলিগ্রামে লিখেছে, রাশিয়া একই সময়ে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মে মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২০ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।