ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিগগিরই সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
শিগগিরই সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত

শিগগিরই ইরানের তেহরানে সৌদি দূতাবাস পুনরায় চালু ও সৌদি আরবে ইরানের রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।

বুধবার ( ১০ মে) ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে (আইআরএনএ) এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।

তিনি বলেন, সৌদি আরবে ইরান একজন রাষ্ট্রদূত নিয়োগ করবে। নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের প্রত্যাবর্তন মুসলিম বিশ্ব ও দেশ দুটির জন্য এক নতুন সম্ভাবনার উন্মোচন।

চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদের মধ্যে ১০ মার্চের চুক্তি অনুযায়ী সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু হয়েছে।

আমির আবদুল্লাহিয়ান সোমবার ( ৮ মে) সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণসহ বেশ কয়েকটি বৈদেশিক বিষয়ে সংসদ সদস্যদের ব্রিফ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুলফজল আমাউই।  

তিনি বলেন, ব্রিফিংয়ে ইরানের কূটনীতি সম্পর্কিত সর্বশেষ অগ্রগতির কথা বলা হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের কথা।

এ বৈঠকে আমির আবদুল্লাহিয়ান সৌদি-ইরান সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

আমাউই আইআরএনএ’কে জানান, বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার সূচক হিসেবে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন। দুই দেশ এখন দূতাবাস পুনরায় খোলার পথ প্রশস্ত করতে প্রতিনিধিদল বিনিময় করছে।

সম্প্রতি সৌদি আরবে কূটনৈতিক মিশন পুনরায় চালু করার বিষয়ে পর্যালোচনা করতে বেশ কয়েকজন ইরানি কূটনীতিককে সৌদি আরবে পাঠানো হয়েছিল।

সূত্র: তেহরান টাইমস

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।