ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সরানো হলো ১০০০ লোককে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ৫, ২০২৩
গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সরানো হলো ১০০০ লোককে ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগোর নতুন অগ্ন্যুৎপাতের পর গুয়েতেমালার এক হাজারেরও বেশি লোককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) তাদের এ নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

দেশটির নাগরিক সুরক্ষা কর্মকর্তা অস্কার কসিওর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ফুয়েগোর কাছাকাছি বসবাসকারী পাঁচটি সম্প্রদায়ের ১০৫৪ জনকে একটি অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।

গুয়াতেমালার দুর্যোগ সংস্থা কনরেড বলেছে, আগ্নেয়গিরিটি পাইরোক্লাস্টিক ও ছাই প্রবাহের মতো সম্ভাব্য বিপদ সৃষ্টি করছে।

সংস্থাটি আরও বলেছে, ফুয়েগোর অগ্ন্যুৎপাতের পর গরম ছাইয়ের মেঘ এ অঞ্চলের প্রায় একলাখ মানুষকে ক্ষতি করতে পারে।

২০১৮ সালে ফুয়েগোর অগ্ন্যুৎপাতে ১৯৪ জনের মৃত্যু ও শত শত লোক নিখোঁজ হন। আহত ও বাস্তুচ্যুত হন আরও অনেক।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।