ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
পাকিস্তানে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি

পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধসের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০টির বেশি গাড়া চাপা পড়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি জানান, ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু’জনের মরদেহ বের করেছি। আহত রয়েছেন আটজন, যাদের মধ্যে চার জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা পড়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে।

ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।