ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে ভাসছে জাপানি বিধ্বস্ত হেলিকপ্টারের যন্ত্রাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
সাগরে ভাসছে জাপানি বিধ্বস্ত হেলিকপ্টারের যন্ত্রাংশ ছবি: সংগৃহীত

জাপানের সামরিক ঘাঁটি থেকে ছেড়ে আসা হেলিকপ্টার যেটি ১০ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল, সেটি ওকিনাওয়া দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। এমনটিই মনে করছেন দেশটির সামরিক কর্মকর্তারা।

তারা বলেন, অনুসন্ধান ও অভিযানে উদ্ধার হওয়া সাগরে ভাসমান ধ্বংসাবশেষ ওই হেলিকপ্টারের অংশ হতে পারে।

জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা সাংবাদিকদের বলেন, আমাদের বিশ্বাস ওই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) কালো বাজ পাখি হিসেবে পরিচিত ওই হেলিকপ্টারটি মিয়াকো আইল্যান্ডের কাছাকাছি রাডারের সংযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চার পাখা ও ডাবল ইঞ্জিনে চালিত হেলিকপ্টারটি জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ)। এটি স্থানীয় ১৫ ঘণ্টা ৫৫ মিনিটের সময় নিখোঁজ হয় বলে জানান সামরিক কর্মকর্তারা।

হেলিকপ্টারটি স্থানীয় এলাকা জরিপ করার সময় নিখোঁজ হয়।

জাপানের কোস্ট গার্ড বলেছে, তাদের টহল জাহাজ পরে একটি ভাঁজ করা লাইফবোট উদ্ধার করেছে। যা জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর। সাগরে তেল এবং পাখার ব্লেডের অংশ হতে পারে এমন কিছু জিনিসও পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।