ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতে উড়লো রুশ পতাকা, অস্বীকার ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বাখমুতে উড়লো রুশ পতাকা,  অস্বীকার ইউক্রেনের

রাশিয়ার ভাড়াটে বাহিনী হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ভাগনার গ্রুপ বাখমুত সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে কিয়েভ বলছে, ইউক্রেনীয় সৈন্যরা লড়াই চালিয়ে যাচ্ছে।

রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানান, তিনি ইউক্রেনের বাখমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উত্তোলন করেছেন।

ভিডিওতে তিনি আরও বলেন, ‘আইনি অর্থে’ বাখমুত এখন রাশিয়ার।

তবে তিনি স্বীকার করেন যে, ইউক্রেনের সেনাবাহিনী এখনও পশ্চিমের জেলাগুলোতে অবস্থান করছে।

যদিও বিবিসি প্রিগোজিনের পোস্ট করা ফুটেজ যাচাই করতে পারেনি।

ভাগনার প্রধানের ভিডিওটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটি দাবি করেছে, তাদের সেনাবাহিনী এখনও বাখমুত ধরে রেখেছে।

ইউক্রেনের পূর্বদিকের এই শহরটি দখলে নিতে কয়েক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, শত্রু বাখমুতে আক্রমণ বন্ধ করেনি। ইউক্রেনীয় সেনারা সাহসের সঙ্গে শহরটি ধরে রেখেছে। তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে।

এদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বিশ্লেষণে বলেছে, রোববার পর্যন্ত শহরের বেশিরভাগ অংশ দখল করে রেখেছিল ইউক্রেন। যদিও রাশিয়ান সৈন্যরা দক্ষিণ এবং পূর্ব দিক থেকে এটিকে আচ্ছন্ন করার চেষ্টা করছিল।

আইএসডব্লিউ-এর মতে, যে সিটি কাউন্সিল ভবনটি রাশিয়া নিজেদের দাবি করছে, সেটি পূর্ব দিকে অবস্থিত।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।