ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানকে ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
পাকিস্তানকে ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

অর্থ সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানকে ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি)। মোট তিন দফায় এ ঋণ দেওয়া হবে।

ইতোমধ্যে প্রথম দফায় ঋণের ৫০০ মিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক।

শুক্রবার (৩ মার্চ) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার টুইট করে জানান, চীন পাকিস্তানকে আর্থিক ঋণ দিতে রাজি হয়েছে। মোট ১৩০ কোটি ডলার ঋণ দেবে আইসিবিসি। ইতোমধ্যেই প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার দিয়েছে।

এ ঋণ পাকিস্তানের ফরেন রিজার্ভ বা বিদেশি মুদ্রার ভান্ডার বাড়বে বলে জানিয়েছেন তিনি।

ইসহাক দার বলেন, এর আগে চীন যে অর্থ সাহায্য দিয়েছিল, তা সম্প্রতি আইসিবিসিকে ফেরত দেওয়া হয়। যার কারণে পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় ফাঁকা হয়ে যায়।  

চলতি অর্থ বছরে আর্থিক ঘাটতি মেটাতে পাঁচ বিলিয়ন ডলারের প্রয়োজন পাকিস্তানের। আগামী সপ্তাহেই ইসলামাবাদ আইএমএফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে। এরপরে আরও আর্থিক সাহায্য পাবে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।