ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়াকে ‘শিগগির’ ইউক্রেন ছাড়তে বলল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
রাশিয়াকে ‘শিগগির’ ইউক্রেন ছাড়তে বলল জাতিসংঘ

রাশিয়াকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ১৯৩ সদস্যের মধ্যে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ সদস্য।

এছাড়া রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিরোধিতা করে। ভোট দেওয়া থেকে বিরত ছিল- ভারত, চীনসহ ৩২টি দেশ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘আজ জাতিসংঘের সাধারণ পরিষদ খুব স্পষ্ট কথা বলেছে। ’

‘এই ভোট এটাই দেখিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। ’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ভালো ও মন্দের মধ্যে’ বেছে নেওয়ার আহ্বান জানানোর দুই দিন পরই জাতিসংঘে প্রস্তাবটি উঠল।

ভোটের পর দিমিত্রো কুলেবা বলেন, ‘সমর্থনটি অনেক বিস্তৃত। এটি শুধুমাত্র একত্রিত হতে থাকবে এবং আরও দৃঢ় হবে। ’

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।