ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী বুলগেরিয়ায় প্রবেশ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
১০  লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী বুলগেরিয়ায় প্রবেশ করেছেন

ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় এক বছর হয়ে গেল। এই সময়ে প্রায় ১১ লাখ ইউক্রেনীয় শরণার্থী বুলগেরিয়ায় প্রবেশ করেছেন।

খবর আল জাজিরা।

জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।

বুলগেরিয়ার রাজধানী শহর সোফিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সিডা কুজুসু বলেন, দেশটির কর্তৃপক্ষ  সাময়িক সুরক্ষার জন্য ১৫ লাখ এক হাজার শরণার্থী নিবন্ধন করেছে। রাষ্ট্র পরিচালিত বার্তাসংস্থা বিটিএ এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, প্রায় ৫০ হাজার ইউক্রেনীয় শরণার্থী এখন বুলগেরিয়ায় বাস করছেন।  

এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করতে পারে বলে মনে করেন কুজুসু। এই যুদ্ধে ৮০ লাখের মতো শরণার্থী আশপাশের দেশগুলোতে প্রবেশ করেছেন।

তিনি বলেন, এই যুদ্ধে প্রশমনের কোনো লক্ষ্য নেই। প্রয়োজনীয় মানবিক সাহায্য অব্যাহত রাখতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।