ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

গোয়েন্দাদের জেরার মুখে তৃণমূল নেতা সুদীপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
গোয়েন্দাদের জেরার মুখে তৃণমূল নেতা সুদীপ

কলকাতা: রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে কলকাতার সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর দপ্তরে মঙ্গলবার (৩ জানুয়ারি) উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ভারতের লোকসভার সংসদ সদস্য  সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এর আগে অভিনেতা তথা তৃনমূল কংগ্রেস সাংসদ তাপস পালকে গ্রেপ্তার করেছে সিবিআই। মনে করা হচ্ছে গোয়েন্দারা রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগ আছে কি না সেই নিয়ে প্রশ্ন করবেন।

এর আগে একাধিকবার সিবিআই ডাকলেও আসতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সিবিআই দপ্তরে প্রবেশের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই-এর তলব করা নিয়ে মুখ খুলতে চাননি। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি সরকার রাজনৈতিক কারণে সিবিআই-কে দিয়ে তাঁর দলের নেতাদের হেনস্থা করছেন।

এই বিষয়ে প্রশ্ন করা হলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা তথা সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন ,এই বিষয়ে যদি কিছু বলার থাকে সেটা দল সরকারি ভাবে জানাবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।